ধনিয়া হলো আমাদের একটি ঐতিহ্যবাহী স্থান। যেখানে দৈনিক হাজার হাজার লোক জন ধনিয়া মেঘনা নদীর সৌনন্দয্য দেখতে আসে যাহা মানুষ এখন কক্সবাজার হিসাব আখ্যা দিয়েছেন। যাহা আমরা গর্ববোধ করি। শুধু তাই নয় রুপালী ইলিশের কথা আর না ই বললাম। আর সেই রুপালী ইলিশ ধরার জন্য জেলেরা মেঘনা পারি দিচ্ছে। তার তো কোন তুলনা হয় না। তাদের জীবন বাজি রেখে নদীর সাথে যুদ্ধ করে চলছে।
আসুন সবাই ধনিয়া ইউনিয়নের সৌন্দয্য উপভোগ করার জন্য আমাদের ধনিয়া মেঘনার পার।
ধন্যবাদান্তে মো: এমদাদ হোসেন কবির
চেয়ারম্যান
৬নং ধনিয়া ইউনিয়ন পরিষদ'
ভোলা সদর, ভোলা।
সহোযিতা:মো: ইব্রাহিম খলিল
তথ্য উদ্দ্যোক্তা
৬নং ধনিয়া ইউনিয়ন পরিষদ
ভোলা সদর, ভোলা।
০১৯১৭৯৮২১৩৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস