তুলাতুলি বাজার ভোলা সদর থেকে প্রায় ২ কিলোমিটার দুরত্ব যাহার অটো ভাড়া ১৫ পনের টাকা ভাড়া নতুন বাজার থেকে । সেখানে গিয়ে মানুষ তুলাতুলি পার্কে ঘুরতে আসে । যাহা মানুষ এখণ তুলাতুলি কে পর্যটন হিসাবে স্বীকৃতি দিয়েছেণ।
মানুষ সেখানে ঘুরতে আসে মানুষ এটাকে ইকো পার্ক নামে স্বীকৃতি দিয়েছেন, ইলিশ বাড়ী, আলাপন চাইনিজ এন্ড থাই পার্টি সেন্টার। আমরা তুলাতুলি বাজার ঘুরতি আসি ও বিনোদন করি। যোগাযোগ : মো: ইব্রাহিম খলিল : ০১৯১৭৯৮২১৩৫ আসুন আমরা বিনোদন করি তুলাতুলি বাজার ঘুরে আসি ধন্যবাদ।
ধনিয়া তুলাতুলি বাজার , ভোলা সদর, ভোলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস